সিলেটের তিন উপজেলায় পৃথক ইশতেহার দিলেন নৌকার হাবিব

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ৫:১২ অপরাহ্ণনান্দনিক সিলেট -৩ আসন গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব। রোববার (১৮ জুলাই) সিলেটের একটি হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেটমহানগর আওয়ামী লীগের সভাপতি বীর সুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপলু,সহ তিন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
ইশতেহারে হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের তিনটি উপজেলার প্রধান সমস্যা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। এর মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে
দক্ষিণ সুরমা উপজেলা
** সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয় (নির্মাণাধীন) দক্ষিণ সুরমার জন্য এক অনন্য অর্জন। এর ফলে পাল্টে যাবে দক্ষিণ সুরমার জীবন মান উন্নয়ন। বিশ^বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে শতকরা ৫০ ভাগ নিশ্চিত করা হবে।
** সুরমা নদীর উপর পৃথক স্থানে দুটি ব্রিজ নির্মাণ করা হবে। যার একটি হবে মোল্লারগাঁও ইউনিয়ন অংশে এবং অপরটি কিন ব্রিজের পাশে। (যার স্বপ্ন দেখেছিলেন সিলেটের কৃতি সন্তান প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী।) যদিও এলাকাটি সিলেট-১ আসনের আওতাভুক্ত। এ ব্যাপারে সিলেট-১ আসনের সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাকে সর্বাত্বক সহযোগীতার আশ^াস দিয়েছেন।
** আমি নির্বাচিত হলে ছয় মাসের ভিতরে লালাবাজারের ব্রিজটি সম্পন্ন্ করা হবে একই সাথে প্রবাসী ও সরকারি সহযোগীতায় আধুনিক নির্মাণ শৈলির পরিপূর্ণ রূপ পাবে লালাবাজার মসজিদ।
** কামালবাজার বাসীর দীর্ঘদিনের দাবি উপজেলার বাসিয়া নদীর উপর সেতু নির্মাণ করা হবে।
** মোগলাবাজার ইউপির খালোমুখ বাজারে সেতু নির্মাণ।
** দক্ষিণ সুরমা উপজেলার সুরমা নদীর তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
** দক্ষিণ সুরমার আবদুস সামাদ আজাদ চত্বর (চন্ডিপুল) হইতে রেল গেইট পর্যন্ত (আমার নির্বাচনী এলাকার আওতাধীন) রাস্তার দু’পাশে বক্স ড্রেন ও পথচারী চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে
** ফেঞ্চুগঞ্জ উপজেলায় সাড়ে ৫শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। সম্ভব হলে এখানেও একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে চাই।
** এই সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতকরণে ফেঞ্চুগঞ্জে জুড়ি নদীর উপর ব্রিজ নির্মাণ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
** ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর তীরে ( ফেঞ্চুগঞ্জ অংশে) দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ।
** এশিয়ার বৃহত্তম হাওড় হাকালুকিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
** কটালপুর ব্রিজ (আমিরগঞ্জ হইতে উত্তরপাড়া) নির্মাণ।
** উপজেলায় সরকারি হাসপাতাল থাকলেও রয়েছে আধুনিক সরঞ্জামাধির অভাব। স্টাফ,নার্স এবং চিকিৎসক সঙ্কটও বিরাজ করছে সব সময়। এই অবস্থায় উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করণে সকল সমস্যার সমাধান করা হবে পর্যায়ক্রমে।
** ফেঞ্চুগঞ্জকে পৌরসভায় উন্নীত করণে গুরুত্ব প্রদান করা হবে।
** উপজেলার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ।
বালাগঞ্জ উপজেলা উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে
** বালাগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা। বালাগঞ্জে একটি কৃষি শিল্প গড়ে তুলতে চাই এবং বালাগঞ্জে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
** বালাগঞ্জে বড়ভাগা নদীর উপর ব্রিজ নির্মাণ।
** দেওয়ানবাজার-সুলতানপুর-খন্দকারবাজার রাস্তায় উজান বড়ভাঙ্গা সেতু নির্মাণ করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর করে তোলা হবে।
** বালাগঞ্জ সদরে কুশিয়ারা নদীর উপর দৃষ্টিনন্দন ব্রিজ নির্মান যার সাথে মৌলভীবাজার রাজনগরের সাথে যোগাযোগ স্থাপন আরো সহজতর হবে।
** বাজার সদরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ ও বালাগঞ্জ বাজার সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
** পূর্ব-পৈলনপুর ইউনিয়নের সাথে বালাগঞ্জ উপজেলা সদরে যোগাযোগ নিশ্চিত করনে জরুরী ভিত্তিতে কুশিয়ারা ডাইকের বন্ধ হওয়া কাজ চালু করণে উদ্যোগ গ্রহণ।
** বালাগঞ্জের প্রাচীন ঐতিহ্য নদী বন্দর স্থাপনের কাজ দ্রæত সম্পন্ন করা হবে।
** বালাগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ করা হবে।
পরিশেষে তিনি বলেন, নান্দনিক সিলেট-৩ আসন গড়ে তোলার লক্ষেই পরিচালিত হবে আমার সকল কার্যক্রম। আমার রাজনীতি হবে কল্যাণের। আমার রাজনীতি হবে স¤প্রীতির। আমার রাজনীতি হবে মানুষের জীবন মান উন্নয়নের।