লকডাউনে জরুরি প্রয়োজনে বের হলে লাগবে মুভমেন্ট পাস!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ
সিলেটের কণ্ঠ ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী সোমবার থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এবারের লকডাউন বাস্তবায়নে গতবারের চেয়ে কঠোর হবে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পাশাপাশি মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত। বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু থাকবে। মুভমেন্ট পাসের বিষয়ে আজ রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, লকডাউনে জরুরি কাছে বাহিরে বের হওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেবে না পুলিশ। বিশেষ কয়েকটি কারণে এবং পুলিশের দেয়া মুভমেন্ট পাস ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।
জাতীয়/আমাদের সময়