করোনা টিকার দ্বিতীয় ডোজে সিলেটে ব্যাপক আগ্রহ
প্রকাশিত হয়েছে : ৩:৩০:৪৯,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২১
সিলেটের কন্ঠ ডেস্ক:
বিশ্বের অনেক দেশ যখন টিকা পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ তখন করোনার দ্বিতীয় ডোজ শুরু কয়েছে। যা শুভ সংবাদ। কিন্তু মহামারীর তৃতীয় দফায় বাড়ায় টালমাটাল সিলেট। এমন অবস্থায় টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম দিনই টিকাদান বুথে দেখা গেছে দীর্ঘ লাইন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে টিকার দ্বিতীয় ডোজ শুরু হলে বেলা ১ টার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় টিকাগ্রহিতার দীর্ঘ লাইন। প্রথম ডোজ নিতে টিকাগ্রহিতার বেশ আগ্রহ দেখা গেছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে ঘোষণা অনুযায়ি সকাল ৯ টা থেকের বেলা ২ টা পর্যন্ত টিকাদান চলার কত্যহা থাকলেও প্রথম দিন হিসেবে সময় এ ঘণ্টা বাড়িয়ে ৩ টা পর্যন্ত করা হয়।
একই সময়ে সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে করোনার টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম।
এর আগে গেল ৭ ফেব্রুয়ারি রোববার সকাল ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে তিনজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়।