সিলেটে ২৪ মার্চ আসছেন ‘ঢেলে দেই’ হুজুর
প্রকাশিত হয়েছে : ৯:১০:৩৫,অপরাহ্ন ২১ মার্চ ২০২১
সিলেটের কন্ঠ ডেস্ক:
সিলেটে আবারো আসছেন সময়ের আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। সিলেটের সিলেট জেলার ওসমানী নগরস্থ কুরুয়া রাঘবপুর জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিলে আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ মাহফিলের আয়োজন করেছে ওসমানী নগরস্থ কুরুয়া রাঘবপুর গ্রামবাসী। তবে এব্যাপারে আয়োজকমিটির সদস্যর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তাহেরীসাবর সাথে কথা হয়েছে তিনি আসবেন।
উল্লেখ্য, ইসলামি বক্তা হিসেবে খ্যাতি পাওয়া মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি ইতিপূর্বে ‘চা খাবেন? ঢেলে দেই?’ ‘ভাই, পরিবেশটা সুন্দর না, কোনো হৈ চৈ আছে?’ ‘বসেন, বসেন, বইসা যান’ ‘চিল্লাইয়া মার্কেট ফাউন যাইব?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারো বিরুদ্ধে বলতেছি? ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা’ ‘শরীলে একটা ভাব আইসে না?’ কষ্ট হইতেছে আপনার? মোটামুটি শরীলে একটা ভাব আইসে না?’ এমন সব বিতর্কিত বক্তব্যের মাধ্যেমে আলোচনায় চলে আসেন।
সম্প্রতি তিনি একটি ওয়াজ মাহফিলে ‘আল্লাহর ধন নবিরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবির ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে…’ এমন গান গেয়ে আবারও চলে এসেছেন আলোচনায়। ওয়াজ মাহফিলে ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এমন গান বা কথা নিয়ে সারা দেশের মূল ধারার আলেম ও বক্তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এমন খবরে স্থানীয়দের সাথে যোগযোগ করা হলে তারা জানান সিলেটে ২৪ মার্চ আসছেন ‘ঢেলে দেই’ হুজুর
অপরদিকে শাল্লার ঘটনার রেশ কাটতে না কাটতে তাহেরির আগমন নিয়ে সুশিল সমাজ ভিন্নভাবে দেখছেন।
‘