কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৩০,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২১
সাদিকুর রহমান সামু,কমলগঞ্জ প্রতিনিধি :
আগামীকাল মঙ্গলবার কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে। ভানুগাছ রেলওয়ে মাঠে বিকাল ২টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
এর আগে সোমবার দুপুরে টুর্নামেন্ট আয়োজন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে গ্রামের বাড়ি রেস্টুরেন্টে মতবিনিময় করেন মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজকরা।
আলাপকালে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলন জানান, টুর্নামেন্টে স্বাগতিক দলসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্ট এর মধ্যদিয়ে পেশাদার ফুটবলারদের এক মিলন মেলা ঘটবে। এছাড়াও নাইজেরীয়ান বিদেশী ফুটবলারদের আগমন ঘটবে এখানে।
সব মিলিয়ে ফুটবলের মনোমুগ্ধকর একটি আসর শুরু হতে যাচ্ছে। উদ্ভোধনী ম্যাচে শাহজাহান কিংস ফুটবল হবিগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল।