সিলেটে মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১০ জন
প্রকাশিত হয়েছে : ৪:১০:১১,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক:
সিলেটে কমেছে করোনায় আক্রান্ত। সেই সাথে বাড়ছে করোনায় সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। এছাড়া সিলেট বিভাগে নতুন করে আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান ।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়াও ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেটের ৮ ও সুনামগঞ্জে ৫জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যালে ৪জন, সিলেট জেলায় ৪জন, সুনামগঞ্জে ১জন ও হবিগঞ্জে ১জনের করোনা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬২৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩০ জনের করোনা শনাক্ত হয়। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৯৯ জন।
সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৩জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।
. . . . . . . . .