৩০ জানুয়ারি মোবাইল প্রতীকে ভোট দিন আমি আধুনিক পৌরসভা গড়ব:গণসংযোগ মেয়র প্রার্থী পাপলু
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫০,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্ট:
আগামী ৩০ জানুয়ারি পৌরসভা সভা নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ পৌর সভায় মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট প্রার্থণা করে গণসংযোগ করেছেন পৌর নাগরিকবৃন্দের মনোনীত মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু।
আজ মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এই গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, আমি আমার জিবনকে জন সেবায় নিয়োজিত করেছি। আমার এলাকার মানুষের সুখে দুখে পাশে রয়েছে। আমার রাজনীতি মানুষের কল্যানের জন্য। গোলাপগঞ্জ পৌর সভার মানুষের উন্নয়ন সংগ্রামে পাশে আছি থাকব।
তিনি আরো বলেন পর পর দুই নির্বাচনে আমাকে আপনারা মেয়র পদে নির্বাচিত করে এই গোলাপগঞ্জ পৌরসভার কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি আবারো আপনাদের সেবা করতে মেয়র পদে প্রার্থী হয়েছি। আমি মেয়র থাকাকালীন সময়ে এই পৌরসভাকে এ গ্রেডে নিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আবারো গোলাপগঞ্জ পৌসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে দেশ ও বিশ্বের বুকে তুলে ধরবো। . . . . . . . . .