অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি কে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৪:৫০:১১,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২১
নিউজ ডেস্ক:
সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, এবংসিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ,সাধারণ সম্পাদক শেখ মো:আবুল হাসনাত (বুলবুল) বলেন,
জিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম এখন স্বপ্ন নয়, বাস্তবতা। এর কারণেই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশর অনলাইন গণমাধ্যম এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে তরুণ প্রজন্মকে বর্তমান বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও নেতৃৃবৃন্দ জানান ।
সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের নেতৃবন্দরা বলেন, চলমান করোনা মহামারিতে অনলাইন গণমাধ্যম যে ভুমিকা রেখেছিল দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে হয়ে থাকবে। বর্তমান ডিজিটাল যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত সংবাদ প্রচারে বিশেষ গুরুত্ব বহন করছে। সিলেটে অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব বাস্তবিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করবে এই প্রত্যাশা করি।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে সাধারন সদস্যদের ভোটে নির্বাচিত হন। সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সহ-সভাপতি মোঃ গুলজার আহমদ, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ. রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু এবং সদস্য পদে নির্বাচিত আশীষ দে, মোঃ সাইফুল ইসলাম, মাহমুদ হোসেন খান।
. . . . . . . . .