সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জন
প্রকাশিত হয়েছে : ৩:৪৫:০১,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২১
সিলেটর কন্ঠ:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৫ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৮ জন।
এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ১২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯২ জন, হবিগঞ্জে ১৬০৬ জন এবং মৌলভীবাজারের ১৮০৯ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৪৯৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২, হবিগঞ্জে ১ হাজার ৯৮০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭২ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
. . . . . . . . .