সিলেট অনলাইন প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন যারা
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:৪৫,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্ট:
সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের সবচেয়ে বড় প্লার্টফর্ম অনলাইন প্রেসক্লাব নির্বাচন ২৩ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিকরা গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন।
তবে জনপ্রিয়তায় এবারের সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে
সহসভাপতি পদে গুলজার আহমদ হেলাল সহসাধারন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার পাঠাগার ও প্রকাশনা সস্পাদক পদে ,মবরুর আহমদ সাজু, সর্বোচ্চ ভোট পেয়েছেন ।
বিজয়ী হয়ে মবরুর আহমদ সাজু অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকতা করতে হলে সবার আগে দেশ সমাজ কে নিয়ে ভাবতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে সাংবাদিকতা করলে দেশের জন্য মমত্ববোধ বাড়বে।
তিনি এবার প্রথম পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি প্রেসক্লাবে সর্বোচ্চ ভোট পেয়ে গুরুত্বপূর্ণ পদে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় ও ক্লাবের সকল সদস্য,শুভাকাঙ্ক্ষী সমর্থনকারী কলাকৌশলীদের সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিলেটের তরুন সংগঠক ও সাংবাদিক মবরুর আহমদ সাজু।
উল্লেখ্য: তিনি অনলাইন গণমাধ্যমের পাশাপাশি সিলেটের জনপ্রিয় দৈনিক শুভপতিদিন ও জাতীয় দৈনিক সকালের সময়ের সিলেট ব্যুরো প্রধান ও বাংলা নিউজ এনওয়াইর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সততার সহিত।
এদিকে সিলেট অনলাইন প্রেসক্লাব নির্বাচনে
তরুণদের জয় জয়কার দেখাগেছে।
ক্লাবের নবীন প্রবীন সদস্যরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নেতৃত্ব নির্ধারণ করেছেন।
এ নির্বাচনে কোনো পরিষদ না থাকায় নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য লড়েছেন ২২ জন প্রার্থী। বিজয়ী হয়েছেন ১১ জন প্রার্থী।
এর মধ্যে সম্পাদকীয় পদ রয়েছে ৭ টি এবং সদস্য পদ ৩ টি। তবে এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় এই দুইটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে কবি মুহিত চৌধুরী (দৈনিক সিলেট), সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ (বাসস)
পরবর্তীতে একাধিক সম্পাদকীয় ও সদস্য পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো:গোলজার আহমদ (সিলেটের খবর)
সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম (নিউজ চেম্বার), কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার (সিলেট এক্সপ্রেস)
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু (সিলেটের কণ্ঠ ডটকম)
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে এ রহিম (ডেইলি সিলেট) ও জহিরুল ইসলাম মিশু (নিরাপদ নিউজ)
শ্রী আশীষ দে, দৈনিক সিলেট, মাহমুদ হোসেন খান (বিডি সিলেট নিউজ)।
সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মানবাধিকার সংগঠন ব্লাস্ট সিলেটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিলেটের বর্ষীয়ান সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী ,সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।
এছাড়া সিলেটের বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।
. . . . . . . . .