বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৪:০০:৩৫,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২১
সিলেটের কন্ঠ ডেস্ক:
পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত বলেছেন, ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তার কেন আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ হলো সেটা আমাদের জানতে হবে। দায়িত্বে থেকে কাজ করবে না সেটা করার সুযোগ নাই।
পিকে হালদার সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।
সূত্র : ইত্তেফাক . . . . . . . . .