বিশ্বনাথে চাউলধনী হাওর রক্ষায় কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:০৮,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১
বিশ^নাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ চাউলধনী হাওরের চারপাড়ের ২৪ গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া ব্রীজে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে চাউলধনী হাওর বাঁচাও, কৃষক বাঁচাও আন্দোলন কমিটি।
চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ, বেড়িঁবাধ, প্রয়োজনীয় স্লুইচ গেইট নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্থ কৃষক, মৎস্যজীবি, খামারীদের ক্ষতিপূরণ আদায়, টেকসই হাওর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও ব্যবহারে শৃঙ্খলা আনয়নে প্রকল্প গ্রহণসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে সকাল থেকে বিভিন্ন ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারও কৃষক-জনতা কৃষি উপকরণ নিয়ে এই মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলন কমিটির নেতৃবৃন্দ।
আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল মিয়া এবং সংগঠক শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এএইচএম ফিরোজ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আরিফ উল্লহ সিতাব, আরিফ উল্লাহ সিতাব, আন্দোলন কমিটির যুগ্ম-আহবায়ক নজির আহমদ, সাবেক মেম্বার শামসুদ্দিন, ইউপি সদস্য ইরন মিয়া, শাহিন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন ধন মিয়া, বিএনপি নেতা আরব খান, উজাইজুড়ি গ্রামের মাওলানা ছমির উদ্দিন, নোয়াগাও গ্রামের আহমদ আলী, দৌলতপুর গ্রামের নজরুল ইসলাম আজাদ, আবু তাহের, রাসেল মিয়া, রোহেল আহমদ কালু, হাসনাজি গ্রামের জাহিদুল ইসলাম, পাড়–য়া গ্রামের লুৎফুর রহমান, মীরগাও গ্রামের সাজ্জাদ আলী প্রমূখ। . . . . . . . . .