২০ নয়, ২১ জানুয়ারি আসছে ভারতের ২০ লাখ ভ্যাকসিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ৩:৪৬ অপরাহ্ণসিলেটের কন্ঠ ডেস্ক:
২০ নয়, ২১ জানুয়ারি ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার এ তথ্য জানা যায়।
জানা যায়, আগামী ২১ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন। ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে।
এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, ‘উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দিচ্ছে ভারত। আগামী ২০ জানুয়ারি করোনার এই ভ্যাকসিনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।’
সূত্র : ইত্তেফাক
. . . . . . . . .