সুনামগঞ্জ ছাতকে নৌকার প্রার্থীকে বিজয়ী করে চমক দেখালেন মুকুট ও চপল
প্রকাশিত হয়েছে : ১০:৩১:২৯,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্ট
কিছুদিন আগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ইকবাল আল আজাদ ও জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া কে বিজয়েরে চমক দেখানোর পর আবারো সুনামগঞ্জ পৌরসভা ও ছাতক পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করে চমক দেখালেন মুকুট ও চপল। যদিও জগন্নাথপুর পৌরসভার নির্বাচনের আ’লীগের প্রার্থী অল্প ভোটে হেরেছেন, আভ্যন্তরীন কোন্দল ও প্রতিহিংসার কারনে । তবুও সুনামগঞ্জ ও ছাতক পৌরসভাবাসী নৌকার বিজয়ে আনন্দে ভাসছে।
বহুল প্রতিক্ষিত পৌর নির্বাচন,দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভা সাথে সিলেটের ৭ পৌরসভাও শেষে হয়েছে নির্বাচন। তবে ৭ পৌরসভার নির্বাচনের মধ্যে সুনামগঞ্জের তিনট পৌরসভা (সুনামগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক) নির্বাচন কে চ্যালেন্জ হিসেবে বেছে নিয়েছিলেন সুনামগঞ্জ আওয়ামী লীগ ও যুবলীগের এ দুই হেভিওয়টে নেতা। আর সে কারেন আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের হাসিতে ভাসছেন নেতৃবৃন্দ ও জনগণ।
মুকুট হলেন, সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান । পুরো নাম নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের জনন্দিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
আজ শনবিার সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত নারী পুরুষ লাইন ধরে ভোট দিয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুনামগঞ্জ পৌর সভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত। তার প্রাপ্ত ভোট ২১৬৬৯ তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত মুর্শেদ আলম পেয়েছেন ৫৮৮৫ ভোট।
ছাতক পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী ১২৮২৩ ভোট পেয়ে টানা চার বার মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত রাশিদা আহমদ ন্যানসি পেয়েছেন ৭৯০৮ ভোট।
জগন্নাথপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মিজানুর রশিদ ভৃইয়া পেয়েছেন ৮০১৮ ভোট।
তবে এবারেরপৌরসভার মেয়র পদে নৌকার মাঝি বিজয়ী হাবার কারন রয়েছে। বিশেষ করে এবারের ভিন্ন প্রেক্ষাপটে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলে অনকেটা বেকায়দায় পড়ে যেতে পারতেন সুনামগঞ্জের তিনটি পৌরসভা(সুনামগঞ্জ,জগন্নাথপুর ও ছাতকের আওয়ামী লীগের প্রার্থীরা। বিজয়ী হবারে আগে এমনটি কানাঘোষা শুনা যাচ্ছিল।
তবে সেই কানাঘুষার একটিতে বিফল হয়েছে আওয়ামীলীগ । কারন দলের মনোনয়ন একাধিকবার একেক প্রার্থী আবারো পেলে অনেকের প্রতিহিংসা শুরু হয়ে ওঠে। যেহেতেু সুনামগন্জ জেলার তিনটি পৌরসভার নির্বাচন এবং দলের হাই কমান্ডর নির্দেশে প্রার্থীরা নৌকা নিয়ে নির্বাচন করছেন? সেহেতু সুনামগঞ্জের দুই হেভিওয়টে নেতা প্রধানমন্ত্রী শেখ হসিনার প্রার্থীকে বিজয়ী করতে রাত দিন মাঠে থাকার যুদ্ধে শেষ মুহূর্তে বিজয়ের হাসি হাসলেন তারাই।
সুনামগঞ্জ,জগন্নাথপুর ও ছাতকের স্থানীয় জনসাধারনরা বলছেন, সুনামগঞ্জের তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিজয়ে নেপথ্য যারা কাজ করছেন তারা হলেন মুকুট ও চপল।
তবে মিজানুর রশিদ ভুইয়া যে হেরে যাবেন তা জানা ছিলো না।কেহ কেহ বলছেন নির্বাচনের আগে ছাত্রদলের নেতাদের নিয়ে আওয়ামীলগের অনেক নেতারা ঘুরে বেরিয়েছেন। ফলে এটার প্রভাব পরতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অপরদিকে বাড়ী সুনামগঞ্জ হলেও রাজনীতি টানে দলের নেতা হিসেবে ও প্রাণের প্রতিক নৌকার প্রতি ভালোবাসা দেখিয়ে দিনরাত প্ররিশ্রমকরা দুই নেতা চপল ও মকুট চমক আবারো সুনামগঞ্জের তিনটি পৌরসভা -নির্বাচনে, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রার্থী কে বিজয়ী করে চমক দেখাতে দ্বিাদ্বাবোধ করেন নি।
মুকুট হলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান । পুরো নাম নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ।
আর এমনটি জানিয়েছেন সদ্য পৌরসভার মেয়র পদে -নির্বাচনে বিজয়ী হওয়া সমর্থক ও স্থানীয়রা। এ কারনে সুনামগঞ্জের তিনটি পৌরসভায় বইছে আনন্দর বন্যা। নতুন করে আবারো সুনামগন্জে পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত। ছাতক পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী,
জগন্নাথপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। যে কোনও ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ও মাসুম আহমদ বলেন, মুকুট ভাই আর চপল ভাইয়ের নিরলস প্রচেষ্ঠায় আজকের বিজয়। মুকুট ভাই অসুস্থ অবস্থায় দিন রাতে মাঠে ছিলেন পাশাপাশি চপল ভাই নিবেদিত ছিলেন বলে আজকের বিজয়।
তিনি জানান, সুনামগঞ্জের তিন পৌরসভা নির্বাচন, নৌকার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন অসংখ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তবে এখানকার জনসাধারন কাছে প্রতিনিয় সকল বাধা উপেক্ষা করে দিন রাত প্ররিশ্রম করেছেন মুকুট ও চপল যা পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য বিরল ঘটনা এবং তাদের নাম লেখা ইাতহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে বলে জানান এ নেতা।
তিনি বলেন,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। এ্রর আগে দিনব্যাপী তিনি জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন।
জগন্নাথপুর যুবলীগের সভাপতি মো. কামাল আহমদ বলেন, এই অল্পদিনে ‘দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই খায়রুল হুদা চপল। যা তৃণমূল আওয়ামী লীগের নেতৃৃবন্দর জন্য এ মাইল ফলক হয়ে থাকবে।
এ নেতা বলেন, রাজনীতি হচ্ছে ক্ষমতা। আর কে না ক্ষমতা পেতে চায়? কিন্তু ইচ্ছা করলেই কি ক্ষমতা পাওয়া যায়? এই ক্ষমতা অর্জন এবং তা প্রয়োগ করার জন্য প্রয়োজন হয় একটি রাজনৈতিক ব্যবস্থার। নৌকা হল স্বাধীনতা, উন্নয়ন, অগ্রযাত্রার প্রতীক।
তিনি বলেন,নুরুল হুদা মুকুট ও তাঁর ভাই খায়রুল হুদা চপল ভাইর বলিষ্ঠ নেতৃত্বে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সহযোগী সংগঠন এসব সভার আয়োজন করে। যারা ভোট দিয়েছে সকলকে আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক।
এসম্পর্কে সুনামগঞ্জ জেলা যুবলীগ আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাধীনতা ও মানুষের মুক্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন প্রার্থীকে যারা নৌকায় ভোট দিয়েছেন তাদের কে অনকে অনেক ধন্যবাদ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুভ শক্তির প্রতিনিধি হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন।
সুনামগন্জ ছাতকের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের পতাকাতলে আজীবন সমর্থন জানিয়ে আসছেন। প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত,হুমায়ুন রশীদ চৌধুরীকে নির্বাচিত করে জনপ্রতিনিধি নির্বাচিত করে সুনামগঞ্জের সন্তান হিসেবে দেশজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বর্তমানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে এই এলাকার জনগণ নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সাথে নতুন মেয়ররা ও এগিয়ে যাবেন।
সিলেট/এমএস
. . . . . . . . .