করোনায় আরো ২১ মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৪:০৫ অপরাহ্ণসিলেটের কন্ঠ ডেস্ক:
গত এক দিনে করোনায় দেশে মৃত্যু হয়েছে ২১ জনের। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল।
আরো ৫৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল . . . . . . . . .