ডিএসইতে সূচক ছাড়ালো ৫ হাজার পয়েন্ট

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২০, ৪:১৭ অপরাহ্ণসিলেটের কণ্ঠ ডেস্ক :
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ ডিসেম্বর) সব ধরনের সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সূচক ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল। এরপর থেকে সূচক ওঠনামা করলেও রোববার তা ফের ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
এদিকে, ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩১ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকা।
সূত্র : রাইজিংবিডি.কম . . . . . . . . .