সাউথ আফ্রিকায় ছাদ থেকে পড়ে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৬:৫৩ পূর্বাহ্ণসাউথ আফ্রিকা থেকে মিছবা মঞ্জুর: সাউথ আফ্রিকায় বিল্ডিং এর ছাদ থেকে পড়ে এক বাংলাদেশির প্রবাসীর র্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায় সাউথ আফ্রিকার কেপটাউনের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন রিপন (৩৯) বুধবার তার নতুন দোকানের মিস্ত্রিদের কাজ দেখার জন্যে বিল্ডিং এর ছাদে গেলে সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষনিক তাকে কেপটাউনের একটি হসপিটালে নিলে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তিনি ২ছেলে রেখে গেছেন। বড় ছেলের বয়স ৮ এবং ছোট ছেলের বয়স ৫ বছর।
তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি ২০০৩ সালে সাউথ আফ্রিকায় যান। ইউরোপ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সফর করেন। মরহুম গিয়াস উদ্দিন রিপন অত্যন্ত সফলতার সাথে আফ্রিকায় ব্যবসা করে যাচ্ছিলেন।      . . . . . . . . .







