বোস্টনে গুলিবিদ্ধ বাংলাদেশি তানজিম মারা গেছেন
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৭:২২ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে একটি গ্রোসারি দোকানে ডাকাতির সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত তানজিম সিয়াম (২০) মারা গেছেন।
স্থানীয় সময় শনিবার সকালে সিয়ামের পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসকরা তার শ্বাস- প্রশ্বাস যন্ত্র খুলে ফেললে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গুলিবিদ্ধ সিয়াম প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বোস্টন মেডিকেল হাসপাতালে কোমায় ছিলেন।
এদিকে গুরুতর আহত সিয়ামকে দেখতে বাংলাদেশ থেকে আমেরিকায় ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। ৩ আগস্ট সন্ধ্যায় বোস্টনে পৌঁছান তানজিমের মা-বাবাসহ দুই ভাই। বোস্টনের সুবিধা দোকান মালিক সমিতির (বিসিএসওএ) প্রতিনিধিরা তাদের বিমানবন্দর থেকে বোস্টনে নিয়ে যান। পরিবারটিকে আমেরিকা নিয়ে আসার পুরো ব্যবস্থা করে বাংলাদেশি সংগঠন বেইন।
উল্লেখ্য,শিক্ষার্থী ভিসায় চলতি বছরে আমেরিকায় আসেন সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশে চার মাস আগে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন। এম অ্যান্ড আর কনভেনিয়েন্স স্টোর নামে ওই দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি।
স্থানীয় সময় রাত নয়টার দিকে রোক্সবারির শামুট অ্যাভিনিউয়ে এমঅ্যান্ডআর কনভিনিয়েন্স স্টোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তানজিম সিয়াম বাংলাদেশি মালিকানাধীন ওই স্টোরের কর্মী ছিলেন।
গত ৭ আগস্ট ডাকাতির সময় বাংলাদেশি তরুণ তানজিম সিয়ামকে (২০) গুলি করার তিন সপ্তাহ পর স্যামুয়েল স্টিফেন (২৫) গ্রেফতার করে পুলিশ।
বোস্টনপ্রবাসী বাংলাদেশিদের অব্যাহত আন্দোলনের মুখে তিন সপ্তাহ পর ৭ আগস্ট বোস্টন পুলিশ স্যামুয়েল স্টিফেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সশস্ত্র ডাকাতি ও খুনের অভিপ্রায় নিয়ে সশস্ত্র হামলার অভিযোগ গঠন করা হয়েছে। . . . . . . . . .






