মিশিগানে গাড়িতে হৃদরোগে আক্রান্ত মৌলভীবাজারের প্রবাসীর মৃত্যু
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৬:০২ অপরাহ্ণডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে সড়ক দুর্ঘটনায় সৈয়দ বজলু আলী ওরফে বাবু (৫২) নামে মৌলভীবাজারের এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কের সাড়ে দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুর দেশের বাড়ি মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডে। তিনি মরহুম সৈয়দ সরফরাজ আলীর ছেলে ও সাবেক এমপি সৈয়দা হাসনা বেগমের ছোট ভাই।
স্বজনরা জানান, দুপুরের দিকে নিজে গাড়ি চালিয়ে ওষুধ কিনতে ফার্মেসিতে যান বজলু আলী। এর পর বাসায় ফেরার পথে গাড়ি চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন।
এক পর্যায়ে তার চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গাড়িতে আগুন লেগে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে নিহত অবস্থায় বাবুকে উদ্ধার করেন।
নিহতের স্ত্রী ঘটনার পর থেকে অজ্ঞান হয়ে আছেন। তার এক ছেলে ও এক মেয়ে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। . . . . . . . . .






