মৌলভীবাজারে বাছুরের মুখ মন্ডল মানুষের মতো! দেখতে উৎসুক জনতার ভীর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২০, ১২:২৩ পূর্বাহ্ণজোবায়ের আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের ১নংখলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে একটি গাভী একটি বাছুর প্রসব করে দেখতে মানুষের মতো মুখের আকার।
৮ই আগষ্ট শনিবার সকাল বেলা মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বাছুরটি দেখতে উৎসুক জনতার ভীর অত্র এলাকায়।
জানা যায়, লামুয়া গ্রামের বিজয় দাসের একটি গাভী অাজ সকালবেলা একটি বাচ্চা প্রসব করে যা দেখতে মানুষের মুখমন্ডলের আকারে। বিষয়টি তৎক্ষনিক জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসে গাভীর বাচ্ছাটিকে একনজর দেখতে।
এ ব্যাপারে জানতে চাইলে বিজয় দাস বলেন এ ঘটনা আলৌকিক,সব কিছু উপর ওয়ালা জানেন।তিনি আরো জানান,তার এই ৫০বছর বয়সে এমন বিরল ঘটনা এই প্রথম তিনি দেখেছেন এবং সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করেন। . . . . . . . . .