বিএনপি নেতা এমএ হকের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৬:৪৬ অপরাহ্ণবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক এম এ হকের মৃত্যতে শোক জ্ঞাপন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, এম এ হকের মৃত্যুতে সিলেটবাসী একজন সজ্জন নেতাকে হারালো। যা সহজে পূরণ হবার নয়।
সিলেট জেলা আওয়ামী লীগ নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। . . . . . . . . .




