ওসমানীনগর আ.লীগ নেতা সৈয়ীদ আহমেদ বহলুল করোনাক্রান্ত, দোয়া কামনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ১২:৪৯ পূর্বাহ্ণবদরুল ইসলাম শাকির:: ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল করোনায় আক্রান্ত। তার পরিবার সকলের নিকট দোয়া কামনা করেন।
গত রোববার (২৫ জুন) তিনি নমুনা প্রদান করলে পরদিন রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা রিপোর্ট পজিটিভ আসে।সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, সিলেট’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়ীদ আহমেদ বহলুল উচ্চ ডায়বেটিস ও ব্লাড প্রেশার সহ অন্যান্য নানাবিধ শারীরিক অসুস্থ।
সৈয়ীদ আহমেদ বহলুল ওসমানীনগর উপজেলার উসমান পুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সিলেট শহরস্থ একটি বাসায় থাকেন। . . . . . . . . .




