বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট’র
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ৭:৫০ অপরাহ্ণডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৩ জুন) ১২টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু,ক্রিরায় বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাসেল,যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আফসাল আহমদ লিপু প্রমুখ। . . . . . . . . .




