বিশ্বনাথে পিএফজির সভায় জনসচেতনা মূলক প্রচারের সিদ্ধান্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২০, ৭:০২ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেঁটর গ্রুপ (পিএফজি) উপজেলা পর্যায়ে সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত পিএফজির মাসিক আড্ডা অনুষ্ঠিত।
আজ রবিবার (২১ জুন) বিকালে সদর পুরানবাজারস্থ বিশ্বনাথ বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা ভাইরাস (কোভিট-১৯) জন্য উপজেলায় জনসচেতনতা মূলক প্রচারের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলা এ্যাম্বেসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজামান, পিএফজি উপজেলা এ্যাম্বেসেডর ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আহমেদ নূর উদ্দিন, পিএফজি বিশ্বনাথ উপজেলা কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, পিএফজি উপজেলা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, পিএফজি উপজেলা সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, পিএফজি উপজেলা সদস্য ও গণফোরামের সদস্য সচিব তরিকুল ইসলাম, পিএফজি উপজেলা সদস্য ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফরিদ মিয়া, পিএফজি উপজেলা সদস্য ও বিশ্বনাথ বার্তার বার্তা সম্পাদক: বদরুল ইসলাম মহসিন। . . . . . . . . .




