তিন নেতার মৃত্যুতে আজমল বেগের দোয়া মাহফিল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২০, ১০:০৩ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধিঃ
মরনঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং বাংলার সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী সহ দেশের সকল জনগন করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আজমল বেগ’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুসলিমাবাদ বায়তুল মামুন জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য নেফুর আলম, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হক বাবু, আজমল বেগ, আফতাব আলী, মহি উদ্দিন লেচু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম বুলবুল, আওয়ামীলীগ নেতা হেরম তালুকদার, হান্নান বেগ, রমিজ তালুকদার, ছানা বেগ, বশর তালুকদার, রফিক তালুকদার, যুবলীগ নেতা ফয়সল আহমদ মিয়া, সাহিদ মিয়া, ছাত্রলীগ নেতা রাসেল তালুকদার, সহ আরোও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম জালাল উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মৃত আব্দুল মনাফ (বুরো)’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। . . . . . . . . .




