সিলেটের প্রাক্তন মেয়র কামরানের মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৯:৪৩ অপরাহ্ণস্টাফ রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোকবার্তায় বলেন, বদর উদ্দিন আহমদ কামরান শুধুমাত্র আওয়ামী লীগের নেতাই ছিলেননা,তিনি ছিলেন দলমত নির্বিশেষে সিলেটের সকল শ্রেনী পেশার মানুষের এক বিশ্বস্ত ভরসাস্হল। তাঁর মৃত্যুতে সিলেটের মানুষ যেমনি তাদের একজন অবিভাবককে হারিয়েছে তেমনি সিলেট অনলাইন প্রেসক্লাবও একজন প্রিয় স্বজনকে হারিয়েছে।
তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তাহা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান। . . . . . . . . .




