সাবেক মেয়র কামরানের মৃত্যুতে আ.ন.ম. ওহিদ কনা মিয়ার শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৮:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কিমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আবু নছর মোঃ ওহিদ (কনা মিয়া)।
আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন একজন পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ ছিলেন। সিলেটের বর্তমান পরিস্থিতিতে কামরানের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। কামরানের মৃত্যু সিলেটের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পুরণ হবার মতো নয়।
তিনি মহান আল্লাহর কাছে কামরানের জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন। . . . . . . . . .




