সিলেটের প্রথম মেয়র কামরানের মৃত্যুতে মুহিবুর রহমান ফাউন্ডেশনের শোক প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৬:০৪ অপরাহ্ণস্টাফ রিপোর্ট :
বর্ষীয়ান রাজনীতিবিদ সিলেটের সাবেক প্রথম মেয়র,কেন্দ্রিয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেটের অন্যতম শিক্ষা উদ্যোগ মুহিবুর রহমান ফাউন্ডেশন।
এক শোক বার্তায় মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মো.মুহিবুর রহমান বলেন, গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে সিলেটের আপামজনতার যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
মুহিবুর রহমান বলেন, কামরান এদেশের রাজনীতির পাশাপাশি শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চারটি শিক্ষা প্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমি,সিলেট কমার্স কলেজ,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ,ও ইডেনগার্ডেন স্কুল এন্ড কলেজ পরিবার, বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত ও
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। . . . . . . . . .




