নাসিম, শেখ আব্দুল্লাহ এবং কামরানের মৃত্যুতে মিশিগানে মোনাজাত
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে
মিশিগান স্টেট যুব লীগ ও মিশিগান স্টেট ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ  করা হয়েছে।  এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, এই  তিনজন মহান ব্যক্তিত্বের মৃত্যুতে জাতি তাদের অভিভাবককে হারালো।

আজ রবিবার এক শোকবার্তায় সংগঠন দুটির পক্ষ থেকে মরহুম তিন জনের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এদিকে আজ সন্ধ্যায় উভয় সংগঠনের উদ্যোগে হ্যামট্রাম্যাক শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে মরহুম তিন জনের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। . . . . . . . . .






