এস.এস.সি ও সমমানে উত্তীর্ণদের বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্’র শুভেচ্ছা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
চলতি বছর এস.এস.সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা, অনলাইন নিউজ পোর্টাল সানডে সিলেট ডট কমের সম্পাদক ও প্রকাশক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সামস্ উদ্দিন সামস্।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান কোমলমতি শিক্ষার্থীরাই জাতির আগামীদিনের কর্ণধার। এদের মধ্য থেকে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ চেয়ার গুলোতে আসীন হবে।
বর্তমান শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের দীক্ষা নিয়ে আগামীতে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি এবারের এস.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের প্রতি দোয়া ও শুভ কামনা জানিয়েছেন। . . . . . . . . .




