সিলেটে সিট খালি রেখে চলবে গাড়ী,বাড়বে ভাড়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২০, ৪:৫৪ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
করোনায় সিলেটে সিট খালি রেখে চলবে যানবাহন,আর ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া বাড়ানো হবে।
এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে সকল প্রকার যানবাহন। আগামীকাল শনিবার (৩০ মে) ভাড়ার হার নির্ধারণ করা হবে।
এদিকে গত বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে ছিলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে আগামী রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশে চলবে গণপরিবহন।
সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সিলেট বিভাগে আগামী সোমবার (০১ জুন) থেকে সকল রুটে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের পরিবহণ খাত সংশ্লিষ্টরা। . . . . . . . . .




