এই তহবিলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফেঞ্চুগঞ্জবাসী দান করেছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ৩১ শে মে ও ১ লা জুন পাঁচটি ইউনিয়নে পৃথক সাতটি অনুষ্ঠানের মাধ্যমে সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা উদ্যোগে ফেঞ্চুগঞ্জবাসীর এই উপহার সামগ্রী তুলে দেবেন।
উক্ত অনুষ্ঠানে সমুহে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ উপস্থিত থাকবেন।
৩১ শে মে ২০২০ রবিবার :
১। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মসজিদে কর্মরত সকল ইমাম ও মােয়াজিন বৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা উদ্যোগে ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থানঃ কাছিম আলী সরকারী মডেল হাই স্কুল প্রাঙ্গণ, সময়ঃ সকাল ১০ টা।
২। উত্তর কুশিয়ারা ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থানঃ উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সময়ঃ সকাল ১১ ঘটিকা।
৩। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থান : গঙ্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, সময়ঃ সকাল ১২ ঘটিকা।
১ লা জুন ২০২০ সােমবারঃ
৪। ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের অসহায় মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থান : মাহমুদ উস সামাদ চৌধুরী বিভার ভিউ, সময় : দুপুর ১ ঘটিকা
৫। মাঈজগাও ইউনিয়ন পরিষদের অসহায় মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থান : হাটুভাঙ্গা দেলওয়ার হােসেন চৌধুরী মসজিদ প্রাঙ্গন, সময় : সকাল -১০ ঘটিকা।
৬। সিএনজি , রিক্সা ও টেলাগাড়ী ড্রাইভার ও সেলুন ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জবাসীর উপহার বিতরণ করা হবে। স্থানঃ মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউ, সময় : সকাল ১১ ঘটিকা।
৭। ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের অসহায় মানুষের মধ্যে যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জবাসী উপহার বিতরণ করা হবে। স্থানঃ জমিরুননেছা একাডেমি প্রাঙ্গন, সময়ঃ দুপুর ১২ টা।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন সংগঠনের সভাপতি : জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েছ।




