গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স করোনায় আক্রান্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২০, ২:১৩ পূর্বাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আরও ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সর্বশেষ আক্রান্ত ব্যক্তি হলেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক পুরুষ নার্স (৪০)।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।তিনি জানান, করোনা আক্রান্ত নার্সের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তের বাসা লকডাউন করা হবে এবং সংস্পর্শে যারা এসেছিলেন সবার নমুনা সংগ্রহ করা হবে।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৪৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ জন ও ১ জন মারা গেছেন। . . . . . . . . .




