বিশ্বনাথে মসজিদে ফেরার পথে রাস্তায় ইমামের মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২০, ৭:১৭ পূর্বাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মসজিদে ফেরার পথে এক ইমামের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা মিজান আহমদ (৫২)। তিনি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি আলিম মাদরাসায় শিক্ষকতাও করতেন তিনি।
আজ বৃহষ্পতিবার বিকেল ২টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের কান্দিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তার নিথরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে মসজিদে নিয়ে আসেন। পরে স্থানীয় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা’র আর্দশ সদর উপজেলার রসুলপুর গ্রামে বলে জানা গেছে।
সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে সুস্থ শরীরেই সাবেক কর্মস্থল পাকিছিরি জামে মসজিদ থেকে নিজ মসজিদে ফিরছিলেন তিনি। আসার মধ্যপথে খাজাঞ্চী রেলওয়ে ব্রীজের অদূরে সড়কের পাশেই মৃত্যুরকোলে ঢলে পড়েন।
এ বিষয়ে কথা হলে তাঁর ছাত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, সকাল বেলা হুজুর তাঁর সাবেক কর্মস্থল পাকিছির জামে মসজিদ যান। ওখান থেকে বিকেলে ফেরার পথেই এ ঘটনা ঘটে। সড়কে হুজুরকে পরে থাকতে দেখে লোকজন উদ্ধার করে মসজিদে নিয়ে আসেন। আমাদের ধারণা তিনি স্ট্রোক করেছেন। আমরা সরকারি নির্দেশনা মেনে জানাযা দিয়েছি। লাশ হুজুরের নিজের বাড়িতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। . . . . . . . . .




