সিলেটে আরো ৪২ জন করোনা আক্রান্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ১০:৩৪ অপরাহ্ণস্টাফ রিপোর্টঃ
সিলেট অঞ্চলে আরো ৪২ জন করোনা আক্রান্ত ।
বুধবার ২৭ মে বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা ১৮৬ জনের এর মধ্যে ৪২ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
আক্রান্ত ৪২ জনের মধ্যে শামসুদ্দিন হাসপাতালের ২৩,জৈন্তাপুর ৬, জকিগন্জ-৪, গোলাপগঞ্জ ৩, ফেঞ্চুগঞ্জ ১, কানাইঘাট ২, সিভিল সার্জন অফিস ২,সদর ১ জন বলে জানা গেছে। . . . . . . . . .





