বালাগঞ্জে ইউপি সদস্য আব্দুল মনাফের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ৬:০৮ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আব্দুল মনাফ (বুরো) আর নেই।
বুধবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, ইউপি সদস্য আব্দুল মনাফ (বুরো)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সমাজসেবী আজমল বেগ, আগামী পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী তামিমুল করিম হৃদয়।
নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্ত্রন্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। . . . . . . . . .




