ঈদের চাঁদ উঠেছে: মইনুল হাসান আবির
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ১০:০৪ অপরাহ্ণগগনতলে জাগিল একলা শশী,
কাল সকালেই ঈদ।
গৃহের তরে বন্দী সবে,
নেইকো মনে আনন্দের হৃদ।
বিশ্বজুড়ে মহামারী করোনা,
দিলো যে মারাত্মক হানা।
মনোরম হয়না কারো মনে,
ভয়ভীতিতে সবই মানা ।
ঈদের উৎসব দেয়না সাড়া,
কারো মনে নেই আনন্দ।
মানব জাতি বাঁচলে তরে,
নভ ছায়ায় আসবে সুগন্ধ।
হাসি আনন্দে থেকো সবে,
মনে রেখো ঈদুল ফিতর।
রমজান শেষে এলো ঈদ,
প্রভুর দরবারে হও গো কাতর।
গুণা মাফ করবেন যিনি,
তিনি আমাদের জীবনদাতা।
রবি-শশী তারই দান,
মালিক তুমি মোদের বিধাতা। . . . . . . . . .




