ষষ্ঠ ধাপে নগদ অর্থ বিতরণ করলো জৈন্তাপুরের ‘মুক্তিছায়া ফাউন্ডেশন’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ৪:৪১ অপরাহ্ণজৈন্তাপুরে লালাখাল পূর্বরাজ এলাকায় দাতব্য প্রতিষ্ঠান মুক্তিছায়া ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ষষ্ঠ ধাপে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২৪ মে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের কামরাঙ্গী খেল উত্তর, হর্ণি ও কালিঞ্জিবাড়ি গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহীদুল মুরছালীন এর পরিচালনায় সহকারী পরিচালক আলী আকবর সিদ্দিক এর তত্ত্বাবধানে দরিদ্র পরিবারের তালিকা তৈরি করে তালিকাভুক্ত পরিবারের কাছে অর্থ সহায়তার পৌঁছে দেওয়া হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক এম. জসীম উদ্দীন, রুবেল আহমদ, কামরুজ্জামান হিমেল, এবাদুর রহমান জুয়েল, সেলিম আহমদ, নুরুজ্জামান মিফতাহ, মাহবুবুল আম্বিয়া, শাহজাহান, অডিটর জসীম উদ্দিন, টিম কো-অর্ডিনেটর অলিউর রহমান, মামুনুর রশিদ ও হাবিবুল মুরছালীন সহ ফাউন্ডেশনের ত্যাগী এক ঝাঁক স্বেচ্ছাসেবক তরুণ দল।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীদুল মুরছালীন বলেন, মুক্তিছায়া ফাউন্ডেশন তাদের এমন কর্মসূচী অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে মানবতার কল্যাণে বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষিদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাবে। . . . . . . . . .




