বালাগঞ্জের রুপিয়া- বির্ত্বনীয়া প্রবাসিদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ৩:২৩ পূর্বাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলা সদরস্থ রুপিয়া-বির্ত্বনীয়া গ্রামের প্রবাসিদের পক্ষ থেকে স্থানীয় অর্ধশত অসহায়, দিনমজুর, কর্মহীন পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার রাতের আধারে রুপিয়া-বির্ত্বনীয়া (আরবি) সমাজ কল্যাণ যুবসংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় সংগঠনটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন। . . . . . . . . .




