আলেকজান্ডার বীর:মো.মিজাহারুল ইসলাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২০, ১২:৩৯ পূর্বাহ্ণআলেকজান্ডার বীর
মোঃ মিজাহারুল ইসলাম
দু,ভাই- বোনের গল্প শুরু
চলছে আলাপন
আমরা তো ভাই পরস্পরে
একই মায়ের ধন।
খোকন সোনা গল্প শোন
দিচ্ছি চুমু- ওকে?
এক যে ছিল রাজার রাজা
চিনত দেশের লোকে।
তুমি সেই রাজার খোকা
তুমি রাজার রাজা
তোমার আছে হাতি ঘোড়া
রাজ্য জুড়ে প্রজা।
ঘোড়ার পিঠে ছুটবে তুমি
পঙখীরাজের মতো
হাটু ঘেরে করবে সেলাম
মন্ত্রী সিপাই যতো।
রাজ্য জুড়ে মহামারী
প্রজার খবর জানতে
রাত বিরাতে ছুটবে তুমি
দূরের সীমান্তে।
দুঃখ জড়া মৃত্যু খরায়
কেউ না যেন মরে
দুমুঠো ভাত পৌঁছে দিবে
অনাহারীর ঘরে।
তোমার নামে সুনাম হবে
গ্রাম থেকে গ্রাম-শহর
মোঘল মুলুক পৌঁছে যাবে
তোমার সেনার বহর।
তোমার কাছে রাজ্য জয়
এক নিমিষের খেল
এই দুনিয়ার সকল রাজা
তোমার কাছে ফেল।
বলবে সবাই- খোকন সোনা
আলেকজান্ডার বীর
যুদ্ধ জয়ের কৌশলে সে-
সেরা পৃথিবীর।
. . . . . . . . .




