লন্ডন প্রবাসী মুহিবুর রহমানের মৃত্যুতে ভাইস চেয়ারম্যান সামস্’র শোক প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২০, ১:১২ পূর্বাহ্ণসিলেটের কন্ঠ ডেস্ক
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর নিবাসী, মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা’র উপদেষ্টা, জনকল্যান ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্টাতা চেয়ারম্যান মুহিবুর রহমান বৃৃৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধা ৬ টার দিকে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন.. (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবত শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। এদিকে, লন্ডন প্রবাসী মুহিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা, দৈনিক অনলাইন নিউজপোর্টাল সানডে সিলেট ডট কমের সম্পাদক ও প্রকাশক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এবং সাবেক ছাত্রনেতা সামস্ উদ্দিন সামস্।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্ত্রন্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। . . . . . . . . .




