বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড.মিন্টু’র ঈদ শুভেচ্ছা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ১০:৩৩ অপরাহ্ণসিলেটের কন্ঠ ডেস্ক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,
বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট জেলাবারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।
তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। . . . . . . . . .




