বিশ্বনাথবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এস.এম.নুনু মিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ৪:৪৬ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটসহ বিশ্বনাথ উপজেলাবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.নুনুমিয়া।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।
তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর।
তিনি বলেন গত ১০ বছরে বিশ্বনাথ উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিলো। রাস্তাঘাট, সেনিটেশন, চিকিৎসা, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে উপজেলার মানুষ। বিগত ১০ বছরে যে উন্নয়ন হয় নাই? আমি আগামী ৫ বছরে সেই উন্নয়ন করতে চাই। উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। . . . . . . . . .




