গোয়াইনঘাটে গোলাপ মিয়ার উদ্যোগে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০, ৬:২৭ পূর্বাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি::
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অচল হয়ে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এসকল মানুষের দূরাবস্থার কথা চিন্তা করে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক গোলাপ মিয়া মানবিক সহযোগিতার সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে উপজেলার কর্মহীন অসহায় গৃহবন্দী পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা ও মাস্ক বিতরণ করেন।
দিনদিন সরকারের নির্দেশনায় লকডাউনের সময়সীমা বাড়তে থাকায় শ্রমজীবী মানুষ আরো বেশি অসহায় কর্মহীন হয়ে পড়ায় গোলাপ মিয়া সিদ্ধান্ত নেন খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।
গত ১৯ এপ্রিল (সোমবার) গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের ৮০০ শত কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।পর্যায়ক্রমে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নে যথাক্রমে তোয়াকুল ইউনিয়ন, রুস্তুমপুর ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন, ডৌবাড়ী ইউনিয়ন, আলীরগাও ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, পশ্চিম জাফলং ইউনিয়ন।
গতকাল পূর্ব জাফলং ইউনিয়নে ৫০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্যে দিয়ে শেষ হলো গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ৬ হাজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের দ্বিতীয় পর্বের বিতরণ কার্যক্রম।
এ ব্যাপারে কথা হয় গোয়াইনঘাটের উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়ার সঙ্গে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য এমন চিন্তা চেতনায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমি প্রচারের জন্য নয় ত্রাণ তৎপরতা চালাচ্ছে মানবিকতা প্রদর্শনের জন্য। আমি আশা করি দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তবানরা নিজ নিজ উদ্যোগে সরকারের পাশাপাশি অসহায়দের কল্যানে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়াবেন। আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে সাধ্য মতো যা করেছি তা আপনারা দেখছেন, ভবিষ্যতেও আমার পক্ষ থেকে উপজেলারা হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আমার সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক জনাব সামসুল আলম, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা এম মহিউদ্দিন মহি, ইউনিয়ন আ’লীগের আহবায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহবায়ক এম এইচ মেনন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, উপজেলা যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ আলম, মাষ্টার শিব্বির আহমদ, দিলিপ শর্মা সহ নেতৃবৃন্দ।
. . . . . . . . .





