করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সেক্রেটারি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ৩:২০ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ দেশের সকল চিকিৎসক সহ করোনা যোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন
ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুহেল আহমদ।
তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নশিপে কর্মরত আছেন,দেশের এমন পরিস্থিতিতে পৃথিবী থেমে গেছে অদৃশ্য এক ভাইরাস থমকে দিয়েছে সবকিছুকে মানুষের আনন্দ আর ভালোবাসা আগের মতন নেই, করোনার মহামারিতে সামনের সারি থেকে যে সকল এমবিবিএস, ডিপ্লোমা চিকিৎসক, স্বাস্হ্য কর্মীসহ প্রশাসন, সামাজিক সংগঠনের করোনায় কাজ করে যাওয়া যোদ্ধা এবং দেশ ও জনপদের জীবন বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইলো অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।
প্রতিটি মানুষ আপনাদের অবদান চিরকাল মনে রাখবে,আপনাদের অবদান ভুলার মতন নয়, ইনশাআল্লাহ পৃথিবীতে আবারও একদিন নতুন সকাল হবে আমরা আগের মতন ফিরে আসবো,সবাইকে সুস্থ ও সচেতন থাকার আহ্বান জানান। . . . . . . . . .




