আবারো ১২৫ পরিবার কে খাদ্যসামগ্রী দিলেন সিসিক কাউন্সিলর উজ্জ্বল।
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২০, ৭:৪৬ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আবারো ১২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবি.এম.জিল্লুর রহমান উজ্জ্বল।
শনিবার দুপুরে ১৮ নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের পাশে সিলেটের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মুজিবুর রহমানের সহযোগিতায় ও কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল এর তত্ত্বাবধানে
১৮ নং ওয়ার্ডের দক্ষিণ শাহী ঈদগাহ, বড় বাড়ী গলি,ফিরোজ মিয়ার কলোনীসহ প্রায় ১২৫ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস শহিদ, এম.এ.কিউ ফেরদৌস,অপলু আহমদ,হেলেন বেগম,তাহমিনা বেগম,শিমুল আহমদ,দুলাল খান,আবির আহমদ,রাশেদ আহমদ রাশু,প্রমুখ।
কাউন্সিলর উজ্জ্বল বলেন,কিছুদিন আগে
হাদিয়া ফাউন্ডেশনের ব্যক্তিরা তাদের নাম গোপন রাখার শর্তে আমার কাছে মানুষকে সহযোগিতার বরাদ্দ দেওয়া হয়। সেই লক্ষে আমি হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় ও ১৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশা ও কর্মহীন মানুষের মাঝে প্রর্যায়ক্রমে সাড়ে ৮শত পরিবারকে এ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে ৩হাজার পরিবারকে ও আমার ব্যক্তিগত উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ তহবিল থেকে ওয়ার্ডের মধ্যবিত্ত ২২৫ পরিববার ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের তহবিল সিলেট আর্ট এন্ড অটিস্টিক তহবিল ৩০ প্রতিবন্ধীকে ও বিভিন্ন সামাজি সংগঠনের থেকে এনে আমি খাদ্য সহযোগিতা করে যাচ্ছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হউক আমার ওয়ার্ডের একজন অধিবাসীও না খেয়ে থাকবে। আমার দুয়ার সবার জন্য সব সময় খোলা।
নির্বাচনের মাধ্যমে ওয়ার্ডবাসী আমাকে তাদের আমানত দিয়ে দিয়েছেন, এখন আমার পালা। আমি দিতে এসেছি, নিতে নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কেউ না খেয়ে থাকবেন না। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। করোনায় অসহায়দের পাশে এসে দাড়াতো বিত্ববানদের প্রতি আহ্বান করেন।
. . . . . . . . .




