বিশ্বনাথে সিরাতুন্নবী সা. পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০, ৭:০৪ অপরাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে সিরাতুন্নবী সা. পরিষদ খাজাঞ্চি ইউনিয়নের উদ্যোগে শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) পরিষদের বিশ্বনাথ শাখার অস্থায়ী কার্যালয়ে দুপুর ১২টায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিরাতুন্নবী সা. পরিষদ খাজাঞ্চি ইউনিয়ন সভাপতি মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি, মোহাম্মদ কয়েছ মিয়া, জামেয়া কৌড়িয়ার মুহাদ্দিস সাইফুল ইসলাম, সিরাতুন্নবী পরিষদের সহ-সভাপতি মাওলানা শফিকুল আমিন, সহ-সম্পাদক হাফিজ নিজাম উদ্দিন সিদ্দিকী, অর্থ-সম্পাদক মহিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজ কয়েছ, সদস্য সমজিদ আলী মেম্বার, ইব্রাহিম আলী, আং আহাদ, জালাল উদ্দীন, জয়নাল আবেদীন প্রমূখ।
এসময় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন খাজাঞ্চি রেলস্টেশন কেন্দ্রীয় জামে-মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রহমান। . . . . . . . . .




