কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার জকিগঞ্জের ইউপি সদস্য তাজন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০, ১:৫৩ অপরাহ্ণডেস্ক রিপোর্টঃ
একজন বৃদ্ধ লোকের উপকার করাটাই কি আমার অপরাধ। শুক্রবার বিকেলে আজির উদ্দিন নামক একজন বৃদ্ধ অন্য এক লোকের সাথে তর্কাতর্কি করেছিলেন। এ সময় আমি তাকে বুঝিয়ে সরিয়ে দেই। একটি মহল এই ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্য বৃদ্ধ লোকটিকে প্ররোচনা দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমনটাই জানিয়েছেন জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার তাজ উদ্দীন তাজন।
তিনি আরো বলেন, ”সুলতানপুর ইউনিয়নে ত্রাণ চাওয়ায় মেম্বারের হাতে বৃদ্ধ লাঞ্চিত” শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃত সত্য ঘটনাকে ভিন্নখাতে নেবার জন্য কে বা কারা এই ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই সংবাদে ঘটনাটি কখন ঘটেছে তাও উল্লেখ নেই!
তারা অভিযোগ তুলেছেন ত্রাণ চাওয়ায় আমি বৃদ্ধ আজির উদ্দিনকে লাথি ও থাপ্পড় মেরেছি! একজন বৃদ্ধকে লাথি ও থাপ্পড় মারা আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। বৃদ্ধ অন্যের সাথে তর্কাতর্কি করেছিলেন এ সময় আমি তাকে বুঝিয়ে সরিয়ে দেই। বলেছি, আগামী রবিবারে আমার ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ পরিবারকে ত্রান বিতরন করবো, তখন যেনো আজির উদ্দিন আমার সাথে যোগাযোগ করেন। জকিগঞ্জে আমার পরিবারের অনেক সম্মান রয়েছে। অসহায় পরিবারের পাশে আমরা সবসময়ই পাশে থাকি। এরকম সংবাদ প্রকাশ করে আমাদের অসম্মান করবেন না।
এ ব্যাপারে মেম্বার তাজ উদ্দীন তাজনের ছোটভাই নিয়াজ জানান, আগামী ২/১ দিনের মধ্যে সরকারের নির্দেশনা মেনে নিজের অর্থায়নে ওয়ার্ডের ২৫০ পরিবারকে ত্রান দেওয়া হবে। আমার ভাই একজন বৃদ্ধ লোককে লাঞ্চিত করার প্রশ্নই উঠেনা। একটি মহল আমার ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এই অপবাদ দিচ্ছে।
প্রসঙ্গত, জকিগঞ্জের ৬নং সুলতানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার তাজ উদ্দীন তাজন এলাকার প্রবীন মুরব্বি ও সমাজ সেবক পংকি মিয়ার বড় ছেলে। ৫ ভাইয়ের মধ্যে ২য় জন সিরাজ উদ্দীন কুয়েত প্রবাসী, ৩য় জন স্থানীয় বাবুর বাজরের ব্যবসায়ী নিয়াজ উদ্দীন, ৪র্থ ভাই সাহেদ আহমদ ইতালি প্রবাসি ও ৫ম ভাই আবেদ হোসেন ফ্রান্স প্রবাসি। জকিগঞ্জের সুলতানপুরের প্রতিষ্ঠিত পরিবারের সন্তান মেম্বার তাজ উদ্দীন তাজন। . . . . . . . . .




