অসহায় মানুষের পাশে পুলিশ সদস্য পিংকু চৌধুরী সংগ্রাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২০, ১১:১৪ অপরাহ্ণনিউজ ডেস্ক:
পেশাগত দায়িত্ব পালনের বাহিরেরও করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রতিদিন খাদ্য সামগ্রী বিতরণ করে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন সিলেট মেট্টোপলিটন পুলিশে কর্মরত পিংকু চৌধুরী সংগ্রাম। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত রাকেশ রঞ্জন চৌধুরীর পুত্র। তাহার এলাকার লোকজন জানান,তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনীতিক সংঘটনের সাথে যুক্ত থেকে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে মানব সেবায় কাজ করেছেন। তাছাড়া তিনি চাকুরীরত অবস্হায় তাহার সাধ্যমত সকলের বিপদে এগিয়ে আসে যেকোন সাহায্যের হাত বাড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। পিংকু চৌধুরী সংগ্রাম এর সাথে কথা বললে তিনি জানান,গরীব ও অসহায় মানুষের কল্যানে কাজ করা তিনি তাহার পিতার আর্দশ্য থেকেই শিখেছেন। তাহার পিতা ছিলেন একজন জনপ্রতিনিধি,সেই সুবাদে তিনিও সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করাও একজন মানুষের গুরু দায়িত্ব মনে করেন। তিনি আরও জানান ইচ্ছে থাকলেও অসহায় মানুষের পাশে দাড়ানো সবার ভাগ্যে জুটেনা,আমি সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে চির কৃতজ্ঞ। . . . . . . . . .




