গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ফাঁকা গুলি: আহত ৭ , আটক ২৭
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২০, ৮:৪০ পূর্বাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম এলাকায় দুই পক্ষের দীর্ঘদিনের জলাশয় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয়দের পক্ষে লেংগুড়া ইউনিয়ন আওমীলীগের ভারপাপ্ত সভাপতি জহির উদ্দিন ও বিএনপি আব্দু সত্তার বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের সাতজন আহত ও ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম হাওরে এ সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোয়াইনঘাট থানা পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।
জানা গেছে, শনির গ্রাম হাওরে জলাশয় নিয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে বিএনপি নেতা আব্দু সত্তারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে জলাশয় জমি দখল নিতে যান বিএনপি নেতা সাত্তার ও গ্রামবাসীর পক্ষে আওয়ামীলী নেতা জহির উদ্দিন। এসম পক্ষের উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ও ওসি তদন্ত হিলোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। উভয় পক্ষের ২৭জনকে আটক করা হয়। তাদের দুই পক্ষের লোকজন থানায় অভিযোগ করছে। . . . . . . . . .




